মিঠাপুকুরে ৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ৭৫ বোতল ফেন্সিডিল সহ মিজানুর রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে রংপুর দর্শনা-মোসলেম বাজার সড়কের ময়েনপুর গেনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজানুর রহমান পীরগাছা উপজেলার হরগোবিন্দপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ময়েনপুর ইউনিয়নের গেনারপাড়া এলাকায় অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশ। এসময় ৭৫ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply