নিয়োগ বিজ্ঞপ্তি: রাণীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়

নিয়োগ বিজ্ঞপ্তি:

রাণীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, ডাকঘর: রাণীপুকুর, উপজেলা: মিঠাপুকুর, জেলা: রংপুর এর জন্য বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো নীতিমালা-২০২১ অনুযায়ী পদার্থ বিজ্ঞান, রসায়ন, প্রাণি বিজ্ঞান/উদ্ভিদ বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ বিষয়ে একজন করে ল্যাব সহকারী পদের জন্য দরখাস্ত আহবান করা হলো।

আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫দিনের মধ্যে ২০০০/- (দুই হাজার) টাকার ব্যাংকড্রাফট (অফেরতযোগ্য) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাণীপুকুর শাখার অনুকুলে ও প্রয়োজনীয় কাগজপত্র এবং ২কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবিসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। -অধ্যক্ষ

দৈনিক ইত্তেফাক- ২৪ জুলাই-২০২৩।
দৈনিক দাবানল- ২৪ জুলাই-২০২৩।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply