স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মিঠাপুকুর উপজেলার চেতনাগঞ্জ রাহমানিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এ ইফতার ও দোয়া মাহফিল করেছে আলোর পথিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৬ মার্চ) এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চেতনাগঞ্জ রাহমানিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর সভাপতি মকছুদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, আলোর পথিক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মো: মাজেদ আলী, ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান মো: আশিকুর রহমান, ম্যানেজার (প্রধান কার্যালয়) মো: কামরুজ্জামান, শাখা ব্যবস্থাপক মো: মোরছালিন মিয়া। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন চেতনাগঞ্জ রাহমানিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর মুহতামিম মাওলানা মো: সেলিম আখতার।
এম২৪নিউজ/আখতার