স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়েছে। চুরির বিষয়টি মিঠাপুকুর থানায় লিখিত ভাবে অবগত করেছেন ওই ইউপি সদস্য শাফিউল আলম।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের আফজালপুর গ্রামের ২নং ওয়ার্ড সদস্য শাফিউল ইসলাম প্রায় প্রতিদিনের ন্যায় ঘটনার দিন গত শুক্রবার দিবাগত রাতে প্রায় অড়াই লাখ টাকা মুল্যের ৪ টি গরু গোয়াল ঘরে রেখে বাড়ির লোকজন সহ ঘুমিয়ে পড়ে। এমতাবস্থায় একদল চোর রাতে সকলের অজান্তে বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে যায়।
পরদিন শনিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন গোয়াল ঘর থেকে গরু গুলি বের করতে গেলে দেখতে পায় গোয়াল ঘর শূণ্য। অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলি না পেয়ে ওই দিন মিঠাপুকুর থানায় লিখিত ভাবে চুরির বিষয়টি অবগত করেন ইউপি সদস্য শাফিউল আলম।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) নুর আলম সিদ্দিক বলেন, বিষয়টি অত্যান্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
এম২৪নিউজ/আখতার