স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নূরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে অত্র বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন রাণীপুকুর মোখতার এন্টারপ্রাইজ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে লন্ডন থেকে ভিডিও কনফানেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোখতারুর রহমান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।
বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, নূরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা পারভীন, মোখতার প্রাইজের ম্যানেজার মজির উদ্দিন, শিক্ষা বিষয়ক কর্মকর্তা আরিফুজ্জামান ফুয়াদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ আলম কবীর প্রমুখ।
আলোচনা শেষে অত্র প্রতিষ্ঠান থেকে এসএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট ও ৩জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে অর্থিক সহযোগীতা সহ অন্যান্য কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ।
এসময় অত্র প্রতিষ্ঠানের উজ্জ্বল ফলাফল ও সার্বিক সাফল্যের জন্য প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ এবং অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে কলম ও ডায়েরীসহ সম্মাননা ক্রেষ্ট এবং ৫ জন কর্মচারীকে একটি করে ছাতা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষিকা সেলিনা আক্তার ও মোখতার এন্টার প্রাইজের চিফ একাউন্ট ম্যানেজার ফজলে রাব্বি।
প্রসঙ্গত. এসএসসি-২০২৪ এর পরীক্ষায় রাণীপুকুর ইউনিয়নে অবস্থিত নূরপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে শতভাগ পাশ সহ জিপিএ-৫ অর্জন করে ৫ জন শিক্ষার্থী।
এম২৪নিউজ/আখতার