স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল আউয়াল (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) শেষ বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহত আউয়াল রাণীপুকুর ইউনিয়নের বলদিপুকুর মোমিনপুর গ্রামের মৃত. আব্দুল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলদীপুকুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশ থেকে মোটর সাইকেলযোগে ব্রীজের নিচ দিয়ে পূর্বদিকে পার হচ্ছিলেন আউয়াল। এ সময় উত্তর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাক ও চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
এম২৪নিউজ/আখতার