স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ৭৯ বছর পর মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাণীপুকুর স্কুল এন্ড কলেজের ৩২ জন অবসরজনিত শিক্ষক ও কর্মচারীদের বিদায়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার আলহাজ্ব ডা. আ ই মো: গোলাম মোস্তফা (এমবিবিএস)।
রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফির’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছা: তাছরিন আক্তার, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আইয়ুব আলী, সদ্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সেকেন্দার আলী মন্ডল, মোখতার এন্টার প্রাইজের প্রতিনিধি আরিফুজ্জামান ফুয়াদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষক মো. সাকলায়েন ও প্রভাষক আব্দুস সাফি ফিরোজ। শেষে অতিথি সহ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এম২৪নিউজ/আখতার