হার্টের বাল্ব নষ্ট; বাঁচতে চায় স্কুলছাত্র তানভীর হাসান

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের আজাদুল ইসলাম ও লায়লা বেগম দম্পতির একমাত্র ছেলে তানভীর হাসান। সে পাইকান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

৬ মাস আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে পরীক্ষা নিরিক্ষা শেষে চিকিৎসক জানান, দ্রুত তানভীর হাসানের হার্টে অপারেশন প্রয়োজন। পরে ভারতে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকও অপারেশন করার কথা জানান। কিন্তু এজন্য লাগবে দশ লাখ টাকা। নইলে বাঁচানো সম্ভব না! চিকিৎসকের এমন কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা দরিদ্র পরিবারটির। এদিকে ধার-দেনা করে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ে বাবা আজাদুল ইসলাম। বিপুল অংকের অর্থের জোগাড় করতে না পেরে শিক্ষার্থী তানভির হাসানকে ভারত থেকে ফিরিয়ে আনা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিনা চিকিৎসায় বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্কুলছাত্র তানভীর হাসান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শরীরে দেখা দিচ্ছে পরিবর্তন। ফ্যাকাসে হয়ে গেছে মুখ ও চোখ। অসহনীয় শ্বাসকষ্টে কাতর হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ছেলের কষ্ট দেখে পাশে বসে অঝোরে কেঁদে চলেছেন মা লায়লা বেগম।

বাবা আজাদুল ইসলাম বলেন, আমার ছেলের হার্টের দুটি বাল্ব ফুটো হয়ে গেছে। দেশের হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব বিক্রি করেছি। তবুও সুস্থ হয়নি। পরে চিকিৎসকের পরামর্শে ভারতে গেলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন করালেই সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অপারেশন করাতে কমপক্ষে ১০ লাখ টাকার প্রয়োজন।

পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান জানান, আমরা স্কুলের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করেছি। তার পরিবারের পক্ষে কোনোভাবেই এত টাকা জোগাড় করা সম্ভব না। শিক্ষার্থী তানভীর হাসান চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য শিক্ষক হিসেবে সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।

সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:

চলতি হিসাব নং- ৫০০৭০০১০১৮১০১। সোনালী ব্যাংক লিঃ, জায়গীরহাট শাখা, মিঠাপুকুর, রংপুর।যোগাযোগ- মো. আজাদুল ইসলাম, মোবাইল নম্বর- ০১৭২৩৮৬৩২৫০ (বিকাশ)

এম২৪নিউজ/আখতার

Leave a Reply