ঐতিহাসিক/ঐতিহ্যবাহী তনকা জামে মসজিদে খতিব নিয়োগ বিজ্ঞপ্তি

খবর বিজ্ঞপ্তির:

ঐতিহাসিক/ঐতিহ্যবাহী তনকা জামে মসজিদ-এ একজন খতিব আবশ্যক। আগ্রহীদের আগামী ০৭/০৬/২০২৪ খ্রি: মধ্যে নিম্ন ঠিকানায় (মোবাইল নম্বরসহ) স্বহস্তে লিখিত আবেদন করতে হবে। প্রার্থীকে কমপক্ষে কামিল/ফাজিল পাশ হতে হবে।ইলমে শরিয়ত ও মারেফাত সমন্ধে গভীর জ্ঞান থাকতে হবে এবং কুরআন ও হাদিসের উপর সহিহ পঠন ও সুবক্তা হতে হবে। কমপক্ষে ৫ (পাঁচ) বছরের ইমামতি করার অভিজ্ঞতার সনদপত্র থাকতে হবে। বেতন/সম্মানি আলোচনা সাপেক্ষে।

প্রয়োজনীয় কাগজপত্র:-
(১) সদ্যতোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি ২ (দুই) কপি।
(২) সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি।
(৩) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি।
(৪) ইউপি চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদ।
(৫) সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে সভাপতি বরাবর ১০০০/- (এক হাজার) টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট।
(৬) ইমামতি করার সনদপত্রের সত্যায়িত অনুলিপি।

আবেদন পাঠানোর ঠিকানা:-
সভাপতি/সম্পাদক,
ঐতিহাসিক/ঐতিহ্যবাহী তনকা জামে মসজিদ
মিঠাপুকুর, রংপুর।
মোবাইল- ০১৭১৫-৩৪৭০৪২

দৈনিক দাবানল ও যুগের আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি। তারিখ:- ২০/০৫/২০২৪ইং

এম২৪নিউজ/আখতার

Leave a Reply