শামীম আখতার |
মিঠাপুকুরে অবৈধ বালুর পয়েন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালতের একটি দল। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেসিন ও পাইপ লাইন জব্দ করা হয়।
মঙ্গলবার শেষ বিকেলে লতিবপুর ইউনিয়নের বাতাসন এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।
তিনি জানান, উপজেলর লতিবপুর ইউনিয়নের বাতাসন দূর্গাপুর এলাকায় কৃষি জমি থেকে ড্রেজার মেসিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একই এলাকায় মৃত. ফিজার মাষ্টারের ছেলে মোঃ ফারুক মিয়া। এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনকারী ফারুক মিয়া পালিয়ে যায়। পরে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেসিন ও পাইপ লাইন জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন মিঠাপুকুর থানা পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা।
স্থানীয়রা জানায়, ফারুক মিয়া নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন সময় ড্রেজার মেসিনের মাধ্যমে কৃষি জমি থেকে বালু উত্তোলন করে বিক্রি করেন। কয়েকদিন ধরে নিজ বাড়ির পাশেই কৃষি জমিতে ড্রেজার মেসিন বসিয়ে পাইপ লাইনের মাধ্যমে প্রায় ১ কি:মি: দুর থেকে বালু উত্তোলন করছিলেন তিনি। বালু উত্তোলনের কারনে আশপাশের ফসলি জমি এবং বাড়িঘর মারাত্মক ক্ষতির মুখে পড়ে। উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করলে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এম২৪নিউজ/আখতার