মিঠাপুকুরে প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে অন্ডকোষে আঘাত পেয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে প্রতিবেশী এক দম্পতির ঝগড়া থামাতে গিয়ে অন্ডকোষে আঘাত পেয়ে সোহান মিয়া (২৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লতিবপুর ইউনিয়নের পাইকান গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মৃত. শাহজাহান আলীর ছেলে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রায় ৮ মাস আগে পাইকান গ্রামের কৃষক মোহাম্মদ আলী (২৭) এর সাথে পার্শ্ববর্তী জারুল্যাবাজ গ্রামের আব্দুস সালাম এর মেয়ে সাদিয়া আফরিনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে আলী-আফরিন দম্পত্তির মনোমালিন্যের সৃষ্টি হয়। তাদের পারিবারিক বিষয়টি নিয়ে শুক্রবার বিকালে জামাই আলীর বাড়িতে কয়েকজন লোকসহ আসেন আলীর শশুর। বিকেলের দিকে আলীর শশুর মেয়ে জামাইয়ের সাথে পারিবারিক কলহের বিষয়ে আলোচনার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জামাই আলীকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। এসময় আলীর চিৎকার শুনে এগিয়ে যান প্রতিবেশী সোহান। তিনি আলীকে বাঁচাতে গেলে আলীর শশুর আব্দুস সালাম (৬০) সোহানের অন্ডকোষ বরাবর লাথি মারেন। সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন সোহান। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই আলীর মৃত্যু হয়। এসময় ঘাতক সালাম ও তার মেয়েকে অবরুদ্ধ করে রাখেন গ্রামবাসীরা।

পরে সন্ধ্যা ৭ টার দিকে ঘটনাস্থলে আসে পুলিশ। এসময় গ্রামবাসীরা আলীর শশুরের সাথে থাকা আরও ২-৩ কারা ছিল সেটি চিহ্নিত করে অপরাধীদের থানায় নিয়ে যাওয়ার দাবি জানান। রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

আলীর শশুর আব্দুস সালাম বলেন, মেয়ের পরিবারিক অশান্তির বিষয়ে জামাইয়ের বাড়ি আসছিলাম। জামাইকে থাপ্পড়ও মারছি। এরপর কি থেকে কি হয়ে গেল জানিনা। মানষিকভাবে বিপর্যস্ত থাকায় নিহত যুবক সোহানের পরিবারের সাথে কখা বলা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তফা কামাল বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply