মিঠাপুকুরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, র‍্যাবের হাতে গ্রেফতার ধর্ষক সাদেকুল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক সাদেকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৬ সেপ্টেম্বর) মধ্যেরাত দেড়টার দিকে র‌্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় পলাতক সাদেকুল ইসলামকে উপজেলার ভগবতিপুর এলাকা থেকে গ্রেফতার করে মিঠাপুকুর থানায় হস্তান্তর করে। বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ওসি মোস্তাফিজার রহমান।

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ আগষ্ট রাতে উপজেলার লতিবপুর ইউনিয়নের নিঝাল গ্রামের দরিদ্র কৃষক হামিদুল তার বন্ধু সাদেকুলসহ পার্শ্ববর্তী আখিরা নদীতে মাছ ধরতে যায়। হামিদুলের স্ত্রী (৩০) বাড়িতে একা শুয়ে থাকেন । এ সময় মাছ ধরা বাদ দিয়ে কৌশলে হামিদুলকে রেখে বন্ধু সাদেকুল ইসলাম ওই গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে ঘরে আটক করে রাখে। খবর পেয়ে পরদিন ১ সেপ্টেম্বর সকালে ধর্ষকের লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে ধর্ষককে ছিনিয়ে নিয়ে যায়। এ

ঘটনায় ধর্ষিতার স্বামী ধর্ষক ও হামলা-ভাংচুরে নেতৃত্ব দেওয়া সাইদুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার পর আসামীরা পলাতক থাকে। ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পরে আসামীদের গ্রেফতারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর আলম সরকার র‌্যাব-১৩ রংপুরকে পত্রের মাধ্যমে বিষয়টি অবগত করেন। র‌্যাব তথ্য উপাত্তগুলো বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করে। এবং শনিবার মধ্যরাতে মামলার প্রধান আসামি সাদেকুলকে মিঠাপুকুরের ভগবতিপুর এলাকা থেকে গ্রেফতার করে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, গতরাত ৪ টার দিকে ধর্ষণ মামলার আসামি সাদেকুলকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আজ (শনিবার) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply