মিঠাপুকুরে হেরোইন সহ আটক দুই মাদক কারবারি

স্টাফ রিপোর্টার:

১.৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মিঠাপুকুর থানা পুলিশ। শনিবার (৮ জুন) বিকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন, উপজেলার লতিবপুর ইউনিয়নের দুলাল মিয়া (৪২) ও কাফ্রিখাল ইউনিয়নের নুর ওরফে নুরু মিয়া (৫০)।

মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক মুনিবুর রহমান জানান, আটকরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে দিনাজপুর, লালমনিরহাট এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে এই উপজেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জায়গীর এলাকা থেকে নুরু মিয়াকে ১ গ্রাম ও দুলাল মিয়াকে ০.৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ (রবিবার) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply