মিঠাপুকুরে প্রেমের টানে ঘরছাড়া কিশোর-কিশোরী, বন্ধুর বাবা আটক

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে প্রেমের টানে পালিয়ে যাওয়া ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া কিশোর-কিশোরীকে উদ্ধার করতে বন্ধুর বাবাকে আটক করেছে বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্র। বৃহস্পতিবার রাতে উপজেলার ইমাদপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের শফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এর আগে ২১ জুন রাতে পীরগাছা উপজেলার চৌধুরানী মোংলাকুটি মিরাপাড়া এলকার লাজ্জু মিয়ার ছেলে মামুন (১৪) মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের শামিমের মেয়ে শাম্মী আক্তার (১৩) প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ২৭ জুন ওই কিশোরীর বাবা তার মেয়েকে অপহরণের অভিযোগ এনে গয়েশপুর গ্রামের শফিকুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন।

আটককৃতের পরিবার বলেন, মামুনের নানার বাড়ী আমাদের গ্রামে তার সুবাধে মাঝে মাঝে আসলে আমার ছেলে মাসুমের (১৩) সাথে মিশতো। তবে ঐ কিশোর-কিশোরীর প্রেমের সম্পর্কে আমরা কিছুই জানতাম না। তারা পালিয়ে যাওয়ার পরে মাসুমের বাবা শফিকুলকে পুলিশ জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়েছিলো। পুলিশ বারবার চাপ সৃষ্টি করছিলো তাদের উদ্ধার করে এনে দিতে। কিন্তুু আমরা জানিনা তারা পালিয়ে কোথায় অবস্থান করছেন। তবুও আজ আমার স্বামীকে অন্যায়ভাবে ধরে নিয়ে গেলো।

অন্যদিকে কিশোরীর পরিবার বলছেন, তার মেয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে শফিকুল ও তার পরিবারের যোগসাজশ রয়েছে।

বৈরাতী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান বলেন, মামলার প্রেক্ষিতে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply