স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে ইমাদপুর তেতুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালীন এ ঘটনা ঘটে।
বিকেল ৪ টায় গোল্ডকাপের খেলায় অংশগ্রহণ করেন ইমাদপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইউনিয়ন পরিষদ ও সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে খেলায় বিজয়ী হয় ইমাদপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন তালতলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অনন্যা আক্তার। এসময় খেলাকে কেদ্র করে হঠাৎ দু-গ্রুপের সংঘর্ষ লেগে যায়। এসময় কমপক্ষে ৫ জন আহত হন।
সংঘর্ষ চলাকালীন ধারনকৃত একটি ভিডিও ফুটেজে তেতুলিয়া এলাকার জাম্বু কসাই ও হাজীপাড়া এলাকার ইমরানকে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করতে দেখা যায়।
ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার ইয়াকুবুল আজাদ।
এম২৪নিউজ/আখতার