স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মামুন মিয়া নামে এক চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সকালে উপজেলার ইমাদপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত মামুন মিয়া একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই এলাকার আক্তারুজ্জামান তার বসতবাড়ির পাশে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে ট্রাক্টর যোগে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার ৮ নং কৈকুরী ইউনিয়নের কুতুববস সুল্লিপাড়া গ্রামের ড্রাইভার সবুজ মিয়া মাটি ভর্তি একটি ট্রাক্টর পিছনে নেয়ার সময় চাকায় পিষ্ট হয় শিশু মামুন মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক্টরটি চৌধুরানী এলাকার মিলন মিয়ার।
পুলিশ জানায়, ঘটনার পারপরই ট্রাক্টরের ড্রাইভার সবুজ মিয়া, মালিক মিলন মিয়া ও মাটি বিক্রয়কারী আখতারুজ্জামান পালিয়েছে।
বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান বলেন, এ বিষয়ে নিহতের চাচা সৈয়দ আলী বাদী হয়ে মামলা করেছেন। আসামীদের আটকের চেষ্টা চলছে।
এম২৪নিউজ/আখতার