স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে স্ত্রীর সহযোগিতায় এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী ফুল মিয়াকে (৫০) গ্রেফতার করেছে বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্র।
ঘটনাটি ঘটেছে উপজেলার ইমাদপুর ইউনিয়নের পাইলচড়া মির্জাপুর দিগর এলাকায়।
এ ঘটনায় নাবালিকা মেয়ের মা যৌন নির্যাতনের বর্ননা দিয়ে মিঠাপুকুর থানায় মামলা করেছেন।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গরীব পরিবারের নাবালিকা ওই মেয়েকে ফুসলিয়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে স্বামীর হাতে তুলে দেন স্ত্রী। এমনকি নিজেই সহযোগিতা করে মেয়েটির সর্বনাশ করান। ঘটনার দিন গত ৩১মে রাতে ধর্ষক ফুল মিয়ার স্ত্রী রিনা বেগম তার গরুর ঔষধ কেনার কথা বলে ওই নাবালিকা মেয়েকে ডেকে নিয়ে পাশের মির্জাপুর দিগর এলাকার ঝলসির বিল নামক একটি আবাদী জমিতে নিয়ে যায়। সেখানে ফুল মিয়ার স্ত্রী রিনা ওই নাবালিকার মাথা ও মুখ চেপে ধরে এবং স্বামী ফুল মিয়া ওই নাবালিকাকে ধর্ষণ করে। পরে ওই নাবালিকাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দিতে বলে। কিন্তু ঘটনার পর ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে থানায় মামলা করেন।
বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান জানান, নাবালিকা ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে। অভিযুক্ত ফুল মিয়াকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সহযোগী তার স্ত্রী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।
এম২৪নিউজ/আখতার