মিঠাপুকুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে সালমান মিয়া নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিরাহিমপুর গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সালমান মিয়া ওই গ্রামের গার্মেন্টসকর্মী নয়ন মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত‍্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সালমান মিয়া মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন মাদক সেবনের জন্য দাদীর কাছে টাকা চান। এসময় তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি তার নিজের হাত-পা নিজেই কাটার কথা বলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং আসবাবপত্র ভাংচুর করতে থাকেন। ঘটনার কিছুক্ষণ পরে ভিতর থেকে কোন সাড়াশব্দ শুনতে না পেয়ে এক প্রতিবেশী ঘরের বেড়ার ফুটো দিয়ে দেখতে পান সালমান ঘরে থাকা শাড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে। এরপর ওই প্রতিবেশীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দরজা ভেঙ্গে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে সালমানের মৃত্যু হয়।

মিঠাপুকুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পোস্টমর্টেমের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply