স্টাফ রিপোর্টার
রংপুর জেলা একিভূত চক্ষুসেবা কর্মসূচী প্রকল্পের আওতায় কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে নারীদের অগ্রধীকার দিয়ে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রবিবার সকল ৯ টা থেকে নানকর উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত কার্যক্রম পরিচালিত হয়। আশেপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ১৭৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
১৭৭ জন সুবিধাভূগীদের মাঝে চক্ষু পরীক্ষা করার পর বিনামূল্যে ৪৫ জনকে আই ড্রোপ বিতরণ সহ ৩৫ জনকে চশমা বিতরণ করা ছাড়াও ৩০ জনকে বিণামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। প্রোগ্রামের সার্বিক সহোগীতায় ছিলেন মিঠাপুকুর স্বনির্ভর মহিলা সমবায় সমিতি, বাস্তবায়ন করেছেন রংপুর কমিউনিটি চক্ষু হাসপাতাল।
এসময় উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডা আহসানুল জামান, প্রগ্রাম অর্গানাইজার আব্দুল করিম মিয়া সহ স্বনির্ভর মহিলা সমবায় সমতির সভাপতি রেলী বেগম।
এম২৪নিউজ/রাব্বি