মিঠাপুকুরে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে পিকআপের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুরে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে পিকআপের ধাক্কায় জিয়াম মিয়া (১৫) ও রনি মিয়া (১৪) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৫ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সুদূরপাড়া ইদগাহ্ মাঠ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াম মিয়া ওই ইউনিয়নের রামনাথের পাড়া গ্রামের মোঃ মনজু মিয়ার ছেলে এবং রনি মিয়া একই পরিবারের মোঃ আরজু মিয়ার ছেলে।

নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই ছিল। তারা দুজনেই স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তো। শনিবার বাদ আসর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার ফজরের নামাজ শেষে দুই ভাই জিয়াম ও রনি মিয়া গোড়বান্ধা পাকা সড়কে হাঁটছিল। এসময় সুদূরপাড়া ইদগাহ্ মাঠ সংলগ্ন একটি দ্রæতগামী পিকআপ তাদের পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই ছিল। আজ (শনিবার) বাদ আসর তাদের লাশ পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply