স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের বড় হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত. মমদেল হোসেনের ছেলে মজমুল হোসেন (৩৪) ও মো. শাহজাহান মিয়ার ছেলে বুলু মিয়া (২৮)। তারা সম্পর্কের মামা-ভাগ্নে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার কোন এক সময় শাহজাহান মিয়ার বাড়ির পাশে নির্মাণাধীন দোকানের সামনে জমে থাকা পানিতে বিদ্যুৎ এর তার ছিঁড়ে পড়ে যায়। বিকেলে ওই দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় নিজের অজান্তে ওই পানিতে পা রাখা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয় বুলু মিয়া।
তাকে উদ্ধারের জন্য মামা মজমুল এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এবং ঘটনাস্থলে দুজনেই (মামা-ভাগ্নে) মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বড় হযরতপুর ইউনিয়নের সদস্য রেজাউল করীম লাভলু।
এম২৪নিউজ/আখতার