মিঠাপুকুরে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী শাকিল গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে মাদকের দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী শাকিল মিয়া (৪৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে নিজ বাড়ি উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের আস্করপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল ওই গ্রামের রাজা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শাকিল দীর্ঘদিন ধরে শরীরের মধ্যে বিশেষ কায়দায় মাদক পরিবহন করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী। শাকিল দীর্ঘদীন পলাতক ছিলেন। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আস্করপুর গ্রামে নিজ বাড়ি থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।

মিঠাপুকুর থানার অফির্সার্স ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মাদকের দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী শাকিল দীর্ঘদিন পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply