স্টাফ রিপোর্টার:
আড়াই ঘন্টা ধরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল মতিন মিয়া ও সদস্যরা।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।
উপজেলার নানকর বাজার এলাকায় স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা সভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ্ব মতিয়ার রহমান। মূল বক্তব্য রাখেন অনুষ্ঠানের মধ্যমণি সংবর্ধিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন মিয়া।
এর আগে শুভেচ্ছা জানানো অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন মিয়াকে পবিত্র কুরআন শরীফ উপহার দেন নানকর এলাকার মধু মিয়া।
এছাড়াও, চেয়ারম্যানকে সোনার নৌকা দিয়ে বরণ করে নেন গিরাই বাজার এলাকার পান ব্যবসায়ী মো. নুরুজ্জামান। তিনি একজন আ’লীগ কর্মী ও সমর্থক।
তিনি বলেন, ছয় আনা সোনা দিয়ে নৌকা বানাতে খরচ হয়েছে ২৬ হাজার টাকা। চেয়ারম্যানকে ভালোবেসে সোনার নৌকা উপহার দিয়েছি। এসময় একজন নারীও সোনার চেইন উপহার দেন চেয়ারম্যানকে
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন আ’লীগ সাধারা সম্পাদক মনোয়ার হোসেন মাস্টার, সংরক্ষিত নারী ইউপি সদস্য সেব রানী, ইউপি সদস্য সাংবাদিক রেজাউল করিম লাবলু, মো. আবদুল মালেক, আবদুল মোন্নাফ মিয়া প্রমুখ।
এম২৪নিউজ/আখতার