স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার পায়রাবতী কৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছেন ওই এলাকার জনসাধারন। প্রায় ২মাস ধরে ক্লিনিকটি বন্ধ থাকার কারণে প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসা অসহায় দুঃস্থ্য মানুষকে ফিরে যেতে হচ্ছে বিনা চিকিৎসায়।
দায়িত্বে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ক্লিনিকটি বন্ধ রেখেছেন বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত অবসান চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন তারা।
ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান, উপজেলার ভাংনী ইউনিয়নের পায়রাবতী কৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আবু ওবায়েদ রুবেল গত ২মাস যাবৎ ক্লিনিক খুলছেন না। এমনকি সেখানে দায়িত্বে থাকা অন্য ২জন স্টাফও আসছেন না।
তারা আরো জানান, দায়িত্বে থাকা সিএইচসিপি আবু ওবায়েদ রুবেল নারী ঘটিত বিড়ম্বনায় পড়ে ক্লিনিক বন্ধ রেখে পালিয়ে বেড়াচ্ছেন। ফলে তারা চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছেন। নিয়মিত চিকিৎসা সেবা পেতে এ অবস্থার দ্রুত অবসান চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন তারা।
ক্লিনিক বন্ধ থাকার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সিএইচসিপি আবু ওবায়েদ রুবেল বলেন, আমি ১সপ্তাহের ছুটিতে ছিলাম। ফলে ক্লিনিক বন্ধ ছিল।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেবুল হোসেন বলেন, ক্লিনিক বন্ধ থাকার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সিএইচসিপি আবু ওবায়েদ রুবেল নারী ঘটিত সমস্যায় ক্লিনিক খুলতে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এম২৪নিউজ/আখতার