স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ভুট্টাক্ষেতে কিশোরীকে শ্বাসরোধে হত্যার মামলায় নাহিদ হাসান নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (৭ আগস্ট) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তারিক হোসেন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সরকারি কৌঁসুলি (এপিপি) শাহ মো. নয়নুর রহমান টফি জানান, ওই কিশোরীর সঙ্গে উপজেলার ভাংনি ইউনিয়নের ডলসিংপুর বাউড়া কোর্ট গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে নাহিদ হাসান প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা শারীরিক সম্পর্কেও লিপ্ত হন। এতে কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ায় তরুণীর স্বজনরা নাহিদকে বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে ২০২১ সালের ২২ এপ্রিল নাহিদ হাসান কিশোরীকে মোবাইলে ডেকে নিয়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে গলায় পেঁচিয়ে হত্যা করেন। দুদিন পর মেয়েটির মরদেহ ভুট্টাক্ষেতে দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পরে ওই তরুণীর বাবা মতলুব হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা করেন। মামলায় কাউকেই আসামি করা হয়নি। পুলিশি তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি নাহিদ হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার দায় স্বীকার করেন। এরপর আসামি নাহিদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ১৪জনের সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামি নাহিদ হাসানকে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজিবী অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি এ্যাডভোকেট জানান আমরা বাদী পক্ষে মামলাটি সন্দেহাতীত ভাবে প্রমান করতে সক্ষম হয়েছি। আসামী যে অপরাধ করেছে এ জন্য সর্ব্বচ্য শাস্তি আশা করেলিাম আমরা বিচারক তাই দিয়েছে এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ্টি প্রকাশ করছে।
মামালার আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।
এম২৪নিউজ/আখতার