স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে স্বামীর বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী সিদ্দিকা বেগমকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ জুন) রাত ১ টার দিকে পরকিয়া সন্দেহে মনজুরুল ইসলাম (২৪) এর মাথায় চুরিকাঘাতসহ গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেয় তার স্ত্রী।
আশংকাজনক অবস্থায় মনজুরুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা।মনজুরুল উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি জোলাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বগুড়ার একটি রুটির ফ্যাক্টরিতে কাজ করতো মনজুরুল। চার বছর সংসার জীবনে তাদের একটি মেয়ে সন্তানের জন্ম হয়। পেশাগত কাজে বগুড়ায় অবস্থান করায় বাড়ীতে খুব বেশী আসতে পারতো না মনজুরুল। স্ত্রীকে কম সময় দেয়ায় স্বামীর পরকীয়া রয়েছে এমন সন্দেহে স্বামীর মাথায় আঘাত করাসহ বিশেষ অঙ্গ কর্তন করে স্ত্রী সিদ্দিকা বেগম।
পুলিশ ও এলাকাবাসীর সামনে মনজুরুলের স্ত্রী সিদ্দিকা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার স্বামীকে অন্য কারো হতে দিবো না। তাই আমি আগে ছোরা দিয়ে তার মাথায় আঘাত করেছি, তারপর ব্লেড দিয়ে গোপনাঙ্গ কেটে দিছি।
মনজুরুলের বাবা সাইফুল ইসলাম জানান, আমার ছেলে মুমুর্ষ অবস্থায় এখন রংপুর মেডিকেলে আছে। তার মাথায় তিন জায়গায় আঘাত করেছে, গোপনাঙ্গ কেটে দিয়েছে। এখন ছেলের জীবন-মরন আল্লাহর হাতে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় মামলা হয়েছে। এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার