নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, ভাংনী আহমদিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত আরবী প্রভাষক অগণিত আলেমের ওস্তাদ, মুফাসসিরে কুরআন মাওলানা আবু বকর ওয়াহেদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১:১০ মিনিটে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় ভাংনী মাঠেরহাট ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট এই আলেমী দীন মানুষকে কুরআনের আলোয় আলোকিত করতে সবসময় নিবেদিত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়ে দোয়া চেয়েছেন।
এম২৪নিউজ/আখতার