নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ইসাহাক আলী নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বলিদ্বারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসাহাক আলী নন্দুয়ার ইউপির সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী বাড়ি থেকে বাজারের উদ্দেশে রওনা হন। পথে বলিদ্বারা বাজার অতিক্রম করার সময় একটি নছিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে সেতাবগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ সেখ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম২৪নিউজ/আখতার