আবু সাঈদের পোস্টমর্টেম বিকৃতির অভিযোগে রমেক অধ্যক্ষের কক্ষে তালা

নিউজ ডেস্ক:

আবু সাঈদের পোস্টমর্টেম বিকৃতির অভিযোগে রংপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ মাহফুজার রহমানের কক্ষে তালা দিয়েছেন চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতার ব্যানারে এই তালা লাগানো হয়।

এর আগে, বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এই নবনিযুক্ত অধ্যক্ষের বদলির দাবিতে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

তালা দিয়ে দরজায় লাগানো ব্যানারে মাহফুজার রহমানের বিরুদ্ধে অভিযোগে লেখা হয়, শহিদ আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট বিকৃতির অপচেষ্টাকারী স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগী ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষক সাবেক ভাইস প্রিন্সিপাল মাহফুজার রহমানের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না।

রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মণ্ডল বলেন, স্বাস্থ্য অধিদফতরের এই সিদ্ধান্ত আমরা মানি না। কেননা, বিগত সরকারের সুবিধাভোগী, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পৃষ্ঠপোষক সাবেক উপাধ্যক্ষ মাহফুজার রহমানের অধ্যক্ষ পদে পদায়ন মানি না। তাকে ক্যাম্পাস থেকে চলে যেতে যেতে হবে।

তবে অভিযোগের বিষয়ে নতুন অধ্যক্ষ মাহফুজার রহমান বলেন, স্বাস্থ্য অধিদফতর থেকে আমাকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। ২৯ অক্টোবর এই মর্মে একটি চিঠিও দেওয়া হয়। এই চিঠি পাওয়ার পর আমি অধ্যক্ষের দায়িত্ব পালনরত অবস্থায় বুধবার (৩০ অক্টোবর)  একটি পক্ষ বিক্ষোভ করে। আজ  জানতে পারি, আমার কক্ষে তালা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে আমি উপাধ্যক্ষ ছিলাম এবং আমাকে বঞ্চিত করা হয়েছে। এখন আমাকে অধ্যক্ষ নিয়োগ দেওয়ার পর একটি চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য অপচেষ্টা চালাচ্ছে। শহিদ আবু সাঈদের ময়নাতদন্তের সময় আমি যথেষ্ট সহযোগিতা করেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের সই করা এক চিঠিতে রমেকের অধ্যক্ষ (সদ্য সাবেক) শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদফতরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একই কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। একইসঙ্গে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply