কাউনিয়ায় কালীমুর্তির মাথা ভাংচুর

রংপুর অফিস:

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ কেন্দ্রীয় মহা শ্মশান ও কালী মন্দিরের কালী প্রতিমার মাথা ভাংচুরের ঘটনা ঘটেছে।

কাউনিয়া থানা সুত্রে জানাগেছে, রবিবার রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু কেন্দ্রীয় মহাশ্মশান ও কালী মন্দিরের ভিতরে থাকা একটি কালী প্রতিমার মাথা রাতের আধারে কে বা কারা ভাংচুর করেছে।

সোমবার সকালে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরে কালী প্রতিমার মাথা দেখতে না পেয়ে থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে কাউনিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ তাহমিনা তারিন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোন্তাছের বিল্লাহ, পুলিশের বিভিন্ন সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে জেলা সিআইডির ক্রাইমসীনের একটি দল মন্দির প্রাঙ্গনে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

দুপুরে রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ তাহমিনা তারিন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত র্কর্মকর্তা মোন্তাছের বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শহীদবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ হিন্দু.বৌদ্ধ.খৃষ্টান ঐক্যে পরিষদের কাউনিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক অভয় চন্দ্র বর্মন বলেন, যারা কালী প্রতিমার মাথা ভাংচুর করেছে তাদের আইনে আওতায় আনার দাবী করছি। তবে সাধারন মানুষ যাতে পুলিশি হয়রানির স্বিকার না হয় সেদিকে দৃষ্টি রাখার প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত র্কর্মকর্তা মোন্তাছের বিল্লাহ বলেছেন, এঘটনায় রাতে রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্বর সহকারে নিয়ে ইতোমধ্যে পুলিশের বিভিন্ন সংস্থার লোকজন কাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।

জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, এটি ন্যাক্কারজনক কাজ। এই এলাকা খুবই শান্তি প্রিয় এলাকা। এখানে যে-ই শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে আইনের আওতায়া আনা হবে। এছাড়া এখানে প্রতিমা প্রতিস্থাপনের ব্যবস্থা নেয়া হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply