রংপুরে গাঁজাসহ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:

রংপুরের কাউনিয়ায় শরীর থেকে প্রায় ৩ কেজি গাঁজা, ৫ হাজার ৩০০ নগদ টাকা ও একটি ছোট ছুরিসহ মুন্সি আতিকুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মীরবাগ রেল গেটের পূর্বে সাধু লিচু বাগানের কাছে রেল সেতুর নিচে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মুন্সি লালমনিরহাট জেলা সদরের মাস্টার পাড়া এলাকার মুন্সি খালেকুজ্জামানে ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মীরবাগ রেল গেটের পূর্বে সেতুর নিচে ডোবার পানিতে মরদেহটি ভাসতে দেখেন তাঁরা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে দুপুরে সেটি উদ্ধার করে। 

মৃতের পরনে ধুসর রঙের প্যান্ট, খয়েরি চেক শার্ট, ঘাড়ে ঝুলানো অফিসিয়াল ব্যাগ ও হাতে হাত ঘড়ি পরা ছিল। প্রত্যক্ষদর্শীদের ধারণা দূর্বৃত্তরা তাকে হত্যা করে নির্জন রেল সেতুর নিচে ডোবার পানিতে ফেলে দেয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, হত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে। মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply