গঙ্গাচড়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

শেয়ার করুন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ||

রংপুরের গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের শুভ সূচনার মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাহিদের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহাসহ কর্মকর্তাবৃন্দ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সকাল ৭ উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে বিভিন্ন বাহিনী, স্কাউটস, গালর্স গাইড, শিক্ষার্থী ও শিশু সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।

এরপর বীর মুক্তিযোদ্ধা, শহিদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়া ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৬ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। দিবসটি উপলক্ষে হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গঙ্গাচড়া মডেল থানা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, পল্লীবিদ্যুৎ অফিস, সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। আলোকসজ্জা করা হয় গুরুত্বপূর্ণ ভবনসমূহ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply