গঙ্গাচড়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক:

রংপুরের গঙ্গাচড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার আলমবিদিতর ইউপির মবফারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- ওই এলাকার ওবায়দুল হকের দেড় বছর বয়সী মেয়ে রহিমা বেগম এবং আবু তালেবের দুই বছর বয়সী ছেলে সাইদ মিয়া। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাইবোন।

জানা যায়, বাড়ির বাইরে ওই দুই শিশু খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করেন স্বজনরা।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply