অনলাইন ডেস্ক:
রংপুরের গংগাচড়ার গঞ্জিপুর এলাকায় বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ যাত্রী।
শনিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গঞ্জিপুর ভিন্ন জগত সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া মডেল থানার এসআই জনক চন্দ্র রায়।
তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে গংগাচড়ার গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। তার নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভর্তি অবস্থায় দিপা রানী নামে এক কলেজ শিক্ষক মারা যান। তিনি কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক।
গংগাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান মাসুম জানান, অজ্ঞাত নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় বাসচালক পলাতক রয়েছে।
এম২৪নিউজ/আখতার