অনলাইন ডেস্ক:
রংপুরের গঙ্গাচড়ায় প্রেমিকাকে ধর্ষণ ও ভ্রণ নষ্ট করার মামলায় প্রেমিক আব্দুর রহমান লিখন (১৮) নামে এক কলেজ ছাত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়।
অভিযুক্ত লিখন গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মারজান আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, লিখন ও ভুক্তভোগী কলেজছাত্রী উপজেলার পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজের লেখাপড়া করতেন। কলেজে আসা-যাওয়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পরবর্তীতে তারা শারীরিক সম্পর্কে জড়ান।
মঙ্গলবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এ সময় কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন লিখনকে মারধর করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দুই কলেজ শিক্ষার্থীকে থানায় নিয়ে আসে। এ সময় লিখনের বিরুদ্ধে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ ও ভ্রণ নষ্ট করার অভিযোগ করেন ওই ছাত্রী। এ ঘটনায় ছাত্রী নিজেই বাদী থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন বলেন, দুই কলেজ শিক্ষার্থীকে থানায় আনার পর তাদের অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। কলেজছাত্রী লিখনের বিরুদ্ধে থানায় ধর্ষণ ও ভ্রণ নষ্ট করার মামলা করলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার