ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বেরোবিতে দ্রোহের গান

অনলাইন ডেস্ক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের স্মরণে এবং ভারতীয় আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে দ্রোহের গান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত স্বাধীনতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের রঙ্গন শিল্পীগোষ্ঠীর আয়োজনে সংগঠনের পরিচালক মতিউল্লাহ মেজবানের সভাপতিত্বে দ্রোহের গান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রেদওয়ানুল ইসলাম, রঙ্গনের সদস্য মো. নাবিল ইসলাম ও সদস্য মো. ফাহিম হাসান প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত রঙ্গন শিল্পীগোষ্ঠীরা ইসলামী হামদ, নাত, কেরাত, গজল, দেশাত্ববোধক গান এবং কাওয়ালীসহ বিভিন্ন ধরনের ইসলামিক গান পরিবেশন করেন। এছাড়া ভারতীয় আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে ও দেশের পক্ষে দেশাত্মবোধক গান পরিবেশন করে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply