বাস-মাইক্রোবাস সংঘর্ষ: মারা গেলেন সেই নবজাতকের মা

নিউজ ডেস্ক:

রংপুরের তারাগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি নবজাতকের মা মোসলেমা বেগমও মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।

রোববার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান দুজন এরপর রংপুর মেডিকেলে এসে রশিদুল-মোসলেমা দম্পতির নবজাতকের মৃত্যু হয়। এর আগে ওইদিন সকাল সাড়ে ৫টার দিকে নিমোনিয়া আক্রান্ত নবজাতকে নিয়ে রংপুর মেডিকেলে আসছিলেন রশিদুল-মোসলেমা দম্পতি।

নবজাতকের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জন্মের পর জন্ডিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল নবজাতকটি। চিকিৎসাধীন ছিল নীলফামারী জেনারেল হাসপাতালে নবজাতক ওয়ার্ডে।

পরে বেশি অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে রশিদুল-মোসলেমা দম্পতি শিশুটিকে নিয়ে চিকিৎসার জন্য রোববার ভোর ৪টার দিকে নীলফামারী জেলারেল হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজের দিকে যাচ্ছিলেন। পথেই ঘটে এই দুর্ঘটনা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply