রংপুর অফিস:
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের শলেয়াশা ব্রিজের পশ্চিম দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে ভাই ভাই এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাস রোগীবাহী একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে ৩ দিনের নবজাতকসহ ৩ জন নিহত হন। আহত হন নবজাতকের মা-বাবাসহ ৬ জন। রোববার (১১ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই মাইক্রোবাসের চালক আলামিন (৩৫), নীলফামারী জেলার ডোমার উপজেলার কচুয়া চড়কডাঙ্গি গ্রামের রফিকুল ইসলাম (৪০) এবং তার ভাতিজা ৩ দিনের নবজাতক নিহত হন। আহত হন ৩ দিনের নবজাতকের বাবা-মা ও নিহত রফিকুলের ছোট ভাই রশিদুল ইসলাম (৩৬), নবজাতকের মা মোসলেমা খাতুন (৩০), নবজাতকের দাদী আলিমা খাতুন (৫৮), মশিয়ার রহমান (৬০), আসাদুল ইসলাম (২৪) এবং দেলওয়ারা আকতার (৪২)।
তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার ভোর সোয়া ৫টার সময় এ ঘটনা ঘটে। নবজাতকের অসুস্থতার কারণে তারা গভীর রাতে নীলফামারী থেকে রংপুরের উদ্দেশে রওনা হলে যাত্রীবাহী বাস তাদের বহন করা মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ৩ জন নিহত ও ৬ জন আহত হন।’
ওসি জানান, ‘এ বিষয়ে থানায় মামলা হয়েছে। দুর্ঘটনা কবলিত মিনিবাস ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে আছে।’
এম২৪নিউজ/আখতার