খবর বিজ্ঞপ্তির:
ধর্ষণ মামলায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন মিঠাপুকুরের মারুফ হাসান নামে যুবক। শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে রংপুর নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং সদর কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল।
আজ শনিবার র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতার মারুফ হাসান মিঠাপুকুর উপজেলার চিথলী উত্তরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি হুবহু তুলে ধরা হলো-
রংপুর মহানগরীর সিও বাজার এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার করেছে র্যাব-১৩।
‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের রিরুদ্ধে নিয়মিত অভিযান করে আসছে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং সদর কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল কর্তৃক অদ্য ১১ এপ্রিল ২০২৫ তারিখ ২১.০৫ ঘটিকায় রংপুর জেলার পীরগঞ্জ থানার মামলা নং-০১/৯২, তাং-০১/০৩/২০২৫, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোঃ/২০২০) এর ৯ (১) মামলার পলাতক আসামীকে রংপুর মহানগরীর সিও বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মারুফ হাসান (২৫), পিতা- মোঃ ইউসুফ আলী, সাং-চিথলী উত্তরপাড়া, থানা- মিঠাপুকুর, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মূলকপি স্বাক্ষরিত
আবুল হাসান
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাঃ ০১৭৭৭৭১১৩০২
তারিখঃ ১২/০৪/২০২৫ খ্রিঃ।
এম২৪নিউজ/আখতার