রংপুর অফিস:
রংপুরে রোববার সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, নিরাপত্তা ও জীবন মান উন্নয়নের জন্য এ দেশের মানুষ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রায় দেবে। এ সরকার দেশের মানুষের জন্য কাজ করেছে, উন্নয়ন করেছেন, জীবন বদলে দিয়েছে, উন্নয়নের রোল মডেল হয়েছে, ২০২৬ সালের মধ্যে উন্নত মধ্যম আয়ের দেশ হয়ে যাব আমরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে যে অঙ্গীকার করেছিলেন, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সকালে নগরীর কেরানীপাড়ায় টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন দেখতে হলে চোখ খুলে দেখতে হবে। উন্নয়ন মুখে কিংবা কাগজে বললে তো দেখা যাবে যাবে না। একটি মহল দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। তারা কে কি বললে সেটি কর্ণপাত না করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, টিসিবি’র ১ কোটি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের সুলভ মূল্যে পণ্য দেয়া হচ্ছে। এতে করে ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছে। এছাড়া ওএমএসের মাধ্যমে সুলভ মূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি সহ আওয়ামীলীগ নেতারা।
এদিকে সকালে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন রংপুর এর আয়োজনে রংপুরে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মাঝে ২০২২-২৩ অর্থ বছরের ৩য় কিস্তিতে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম এর শুভ উদ্বোধন ও প্রেস ব্রিফিং করা হয়।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি, মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, মেয়র রংপুর সিটি কর্পোরেশন, সভাপতিত্ব করেন মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক রংপুর।
রংপুর জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন, এর কর্মকর্তা কর্মচারী, টিসিবি’র প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপকার ভোগীগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ৫ টি স্পটে ৬২৬৩ জন উপকার ভোগীর মাঝে ৪০৫ টাকা মূলে ১ কেজি চিনি,২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রয় করা হয়।
এম২৪নিউজ/আখতার