পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আসলাম খান নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত আসলাম খান কালীগঞ্জ সাতক্ষীরা এলাকার বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বাস পুলিশ ফাঁড়ি এলাকায় যাত্রী নামাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা অন্য একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হন। পরে আহতদের মধ্যে ৮ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আসলাম খান। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বাকিরা।

বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্থানীয় জনসাধারণ, ফাঁড়ির পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়। বাস দুটি জব্দ করা হয়েছে। আহতের মধ্যে ৮ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ইত্তেফাক

এম২৪নিউজ/আখতার

Leave a Reply