নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা-রংপুর মহাসড়কের জামতলার গর্ন্ধকপুর প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- পাঁচগাছী ইউনিয়নের দশমৌজা পানেয়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে মোজাহিদ মিয়া (১৮) এবং পীরগঞ্জ পৌরসভার মৃত কুদ্দুস মিয়ার ছেলে আনিছুর রহমান রানু (৩২)।
আহতরা হলেন- উপজেলার পাঁচগাছী ইউপির কদমতলী বাজার এলাকার আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম বাবু (১৮) ও পৌরসভার ওসমানুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে রেজাউল মিয়া (৪২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সোমবার সন্ধ্যায় গর্ন্ধকপুর প্লাজার সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাহিদ মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে রানু (৩২) মারা যান।
বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। বাকি আহতদের চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করা হবে।
এম২৪নিউজ/আখতার