রংপুর অফিস:
রংপুরের পীরগঞ্জের ওসমানপুর বৈরাগী পাড়া গ্রামে মাদক ব্যবসায় বাধাঁ দেয়ায় ভাইকে হত্যার ৮ দিন পর ছোট ভাই সহ দুইজন গ্রেফতার করেছে র্যাব-১৩। বড় ভাই হেলাল (৪০) খুন হন আপন ছোট ভাই মহিবুলের হাতে হত্যার স্বীকার হন। এ ঘটনার আটদিন বুধবার (২ আগস্ট) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ছোট ভাই সহ আরও এক জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- ছোট ভাই মো. মহিবুল ইসলাম (৩০) ও বোন জামাই মো. আব্দুল মালেক (৩৮)।
র্যাব -১৩ অধিনায়কের পক্ষে মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্ট সহকারি পরিচালক (মিডিয়া) বৃহস্পতিবার দুপুরে প্রেস বার্তায় জানান, গত ২৫ জুলাই রাত সাড়ে ১০টায় রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ওসমানপুর গ্রামে ছোট ভাই মোঃ মহিবুল ইসলাম (৩০) এবং ভগ্নিপতী মোঃ আব্দুল মালেক (৩৮) এর ধারালো অস্ত্রের আঘাতে হেলাল মিয়া (৪০) খুন হয়।
এলাকাবাসীর মাধ্যমে জানা যায় যে, মৃত মোঃ হেলাল মিয়া (৪০) আসামীদের মাদক ব্যবসার কাজে বাধা নিষেধ করলে আসামীদের সাথে তর্কবিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের একপর্যায়ে এবং পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা ভিকটিম’কে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। মারপিটের একপর্যায়ে ১নং আসামী (ছোট ভাই) মোঃ মহিবুল ইসলাম (৩০) এর হাতে থাকা ধারালো হাসুয়া দ্বারা হেলাল মিয়া (৪০)এর পেটে গুরুতর আঘাত করলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে। প্রতিবেশীরা এসে রক্তাক্ত জখম অবস্থায় দেখে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল মিয়া (৪০)কে মৃত ঘোষণা করেন।হেলাল মিয়া (৪০)‘র স্ত্রী নিজে বাদী হয়ে গত ২৬জুলাই আসামীগণের রিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর পরই আসামীরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর উক্ত চাঞ্চল্যকর হত্যার ঘটনার বিষয়ে গোয়েন্দা নজরদারী শুরু করে। এক পর্যায়ে তথ্য উপাত্ত পর্যালচনা করে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী (ছোট ভাই) মোঃ মহিবুল ইসলাম (৩০), পিতা-মৃত আব্দুর রহমান এবং ২নং আসামী মোঃ আব্দুল মালেক (৩৮), পিতা-মোঃ আপেল উদ্দিন, উভয় সাং-ওসমানপুর (বৈরাগী পাড়া), থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর’কে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা হত্যা কান্ডের কথা স্বীকার করে। মৃত হেলাল মিয়া (৪০)’কে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাতের মাধ্যমে হত্যা করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীদের কে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার