পীরগঞ্জে শহিদ আবু সাঈদ হেলথ ক্যাম্প উদ্বোধন

অনলাইন ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে দুই দিনব্যাপী শহিদ আবু সাঈদ হেলথ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জাফরপাড়া দারুল কামিল মাদরাসা মাঠে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাকের নির্বাহী পরিচালক ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের উপস্থিতিতে এ হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়। হেলথ ক্যাম্পটি বিকেল ৫টা পর্যন্ত চলবে। আগামীকাল শনিবার শেষ হবে শহিদ আবু সাঈদ হেলথ ক্যাম্প।

এ সময় উপস্থিত ছিলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবাগত ভিসি ড. শওকাত আলী, শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, ভাই মো. রমজান আলী, শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. তাহমিনা বানু, হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম, নির্মাণাধীন ঢাকা-রংপুর মহাসড়কের ইঞ্জিনিয়ার ড. ওয়ালিউর রহমান, ব্রাকের ডিভিশনাল কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জে পৌঁছান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাকের নির্বাহী পরিচালক ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply