পীরগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, আহত ৩

অনলাইন ডেস্ক:

রংপুরের পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি’র) নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিক হামলার শিকার হন। বুধবার(১২ মার্চ) বিকেলে টিটিসি’তে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে তিন সংবাদিক টিটিসিতে তথ্য সংগ্রহ করতে যায়। অধ্যক্ষকে না পেয়ে ফিরে আসার সময় দেখতে পায় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিকল একটি গাড়ি। সেটির ভিডিও ধারণ করতে গেলে বাঁধা দেয় প্রতিষ্ঠানটির তিন অতিথি প্রশিক্ষক। এসময় তারা ওই তিন সংবাদকর্মীকে আটক রেখে ভিডিও ডিলেট করে দেয়। পরে মোটর ড্রাইভিং প্রশিক্ষক বাঁধন, আব্দুল মান্নান, শাহজাহান, গ্রাফিক্স ট্রেডের সোহাগের নেতৃত্বে ওই তিন সংবাদকর্মীদের উপর আতর্কিত হামলা চালায় প্রশিক্ষণার্থীরা। আহত তিন সংবাদকর্মীকে সহকর্মীরা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আহত ওই তিন সংবাদকর্মীরা হলেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক গণকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রতন মিয়া, একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান। সংবাদকর্মীদের উপরে হামলার ঘটনায় পীরগঞ্জ প্রেসক্লাবসহ গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মহিবুল ইসলাম জানান, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply