অনলাইন ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে ৩০ লাখ টাকার অবৈধ ডলারসহ সেনাবাহিনীর হাতে আটক ৩ জনের বাড়ি গাইবান্ধায় বলে জানা গেছে।
আটকদের মধ্যে শিল্পী বেগম (৩০) সাদুল্লাপুর উপজেলার বুজরুক পাঠানোছা গ্রামের মমিনুর রহমানের স্ত্রী, লিচু মিয়া (৩৮) পাশ্ববর্তী কৃঞ্চপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে ও ইনছাদ আলী (৫০) সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে।
গত বুধবার রাতে রংপুরের পীরগঞ্জে তাদের আটক করে সেনাবাহিনী। এসময় প্রায় ৩০ লাখ টাকার অবৈধ মার্কিন ডলার এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়। অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও অর্থের উৎস সম্পর্কে তদন্ত চলছে।
এম২৪নিউজ/আখতার