মায়ের কাফনের কাপড় কিনতে গিয়ে ট্রাক্টরের চাপায় লাশ হলো ছেল

নিউজ ডেস্ক:

মায়ের জন্য কাফনের কাপড় কিনতে গিয়ে ট্রাক্টরের চাপায় লাশ হলো ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জের লালদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম ভুট্ট মায়ের দাফনের কাপড় কিনে করে তা পৌঁছে দিতে গিয়ে ট্রাক্টর চাপায় নিহত হন।  

পীরগঞ্জ থানার ওসি শরেস চন্দ্র জানান, রেজাউল মায়ের কাফনের কাপড় কিনে মোটরসাইকেলে করে আত্মীয় স্বজনদের খবর দিতে যাওয়ার সময় রংপুর-লালদিঘি সড়কের কিশোরগাড়ি এলাকায় একটি ইট বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এলাকাবাসী ট্রাক্টরসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।