মিথ্যা মামলার প্রতিবাদে পীরগাছায় বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক:

রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি আহ্বায়ক ও পীরগাছা উপজেলার দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নেতাকর্মীরা।

রোববার বিকেল ৪টার দিকে পীরগাছা উপজেলা বিএনপির উদ্যোগে দলটির সদস্য সচিব মতিয়ার রহমান খন্দকারের নেতৃত্বে উপজেলার প্রধান সড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪ হাজার নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা, পীরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, পীরগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন ও উপজেলার স্বেচ্ছাসেবক দল, কৃষকদল তাঁতি দলসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা।

এ সময় বক্তারা বলেন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ শেখ হাসিনার দোসরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য শেখ হাসিনার দোসরা বিভিন্ন কৌশলে ও ছদ্দ নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আগামী ৯ সেপ্টেম্বপীরগাছা উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর পীরগাছা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পীরগাছা উপজেলা বিএনপির আহবায়ক ও পীরগাছা দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে পীরগাছা থানা একটি মামলা দায়ের করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply