রংপুরে নারীসহ অজ্ঞানপার্টির ৫ সদস্য গ্রেফতার, বিপুল স্বর্ণালংকারসহ চোরাই মালামাল উদ্ধার

নিউজ ডেস্ক:

রংপুরে টানা অভিযান চালিয়ে গতকাল অজ্ঞানপার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুটকৃত বিপুল পরিমাণের স্বর্ণালংকারসহ চোরাই মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সোয়া ১১ টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার, সি সার্কেল (পীরগাছা-কাউনিয়া) মোঃ আশরাফুল আলম পলাশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের গাবুরা চর এলাকায় জনৈক আজগার আলীর বাড়িতে অভিনব কায়দায় চুরি হয়। এক মহিলা কৌশলে তাদের বাড়িতে এসে খাবারের সাথে ঔষধ মিশিয়ে দেয় যা খাওয়ার পর বাড়ির সকলেই অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা তার বাড়ি থেকে মোটরসাইকেল, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

পীরগাছা থানা পুলিশ অভিযোগ পাওয়ার সাথে সাথেই চোরদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে নেমে পরে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ চোর দলের অন্যতম সদস্য মনজুয়ারা বেগমকে (৩০) গাইবান্ধা জেলার ধাপেরহাট এলাকা থেকে গ্রেফতার করে। পরবর্তীতে মনজুয়ারা বেগমের দেয়া তথ্যে ভিত্তিতে অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানা থেকে

সংঘবদ্ধ চোরদলের অন্যতম সদস্য মোছাঃ মহারানী পারভিন (৩৫) ও রংপুর জেলার পীরগঞ্জ থানা থেকে মোঃ সুরুজ মিয়া (২২), শ্রী পাপন চন্দ্র মহন্ত (২২), মোঃ রাশিদুল ইসলাম (৩০) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ৩ টি চোরাই স্বর্ণের আংটি, ২ টি স্বর্ণের নাকফুল, ২ টি রুপার চেইন, ০১টি রুপার ব্রেসলেট, ৬ টি রুপার নুপুর, ২ টি রুপার পায়ের আংটি, ১ জোড়া রুপার কানের দুল ও নগদ ৭,৯৯০/- টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হলে মনুয়ারা বেগম ও মহারানী পারভিন বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

পীরগাছায় গ্রেফতারকৃত অজ্ঞানপার্টির ২ নারী সদস্য
-M24News

রংপুর জেলার সহকারী পুলিশ সুপার, সি সার্কেল (পীরগাছা-কাউনিয়া) মোঃ আশরাফুল আলম পলাশ জানান, ‘পীরগাছা থানা ও রংপুর জেলা গোয়েন্দা শাখার যৌথ দল টানা অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। এই চক্রটি রংপুর ও আশেপাশের এলাকায় কৌশলে খাবারের সাথে ঔষধ মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করতো। এর আগে এই চক্রের ২ জনকে ধরা হয়েছে এবং বাকি সদস্যদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে।’

এম২৪নিউজ/আখতার

Leave a Reply