অনলাইন ডেস্ক:
বদরগঞ্জ উপজেলায় জমিতে কাজ করতে গিয়ে সোমবার সকালে বজ্রপাতে মাবুদ হক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর বোয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাবুদ হক একই গ্রামের জাহিদুল হকের ছেলে।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, মাবুদ হক সকালে ঐ এলাকার সুকুমারের জমিতে কাজ করতে যান। সকাল থেকেই বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এরই একপর্যায়ে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা মাবুদ হককে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এম২৪নিউজ/আখতার